Lyrics: amar moto eto sukhi<br /><br />আমার মত এত সুখী নয়তো কারো জীবন<br />কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন<br />জানি এই বাঁধন চিড়ে গেলে কভু<br />আসবে আমার মরণ।<br />আমার মত এত সুখী নয়তো কারো জীবন<br />নয়তো কারো জীবন<br />...BRK...<br />বুকে ধরে যত ফুল ফোটালাম<br />সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম<br />ভাগ্যের পরিহাস এরই নাম<br />.........<br />বুকে ধরে যত ফুল ফোটালাম<br />সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম<br />ভাগ্যের পরিহাস এরই নাম<br />কেন নিয়তির কাছে বারে বারে<br />হেরে যায় মানুষ এমন<br />আমার মত এত সুখী নয়তো কারো জীবন<br />নয়তো কারো জীবন